স্কুলে একদিনের ঘটনা

রহিম, একজন ছাত্রের অভিভাবক - চিন্তিত অবস্থায় স্কুল প্রাঙ্গণে দ্রুত হাঁটছেন।

রহিম: [প্রধান মাস্টার মশাইয়ের কাছে উন্মত্ত হয়ে] মোশাই! মোশাই! আমার ছেলেকে দেখেছেন? সে স্কুল থেকে বাড়ি ফেরেনি!

মাস্টার মোশাই: অ্যাঃ! কি বলছেন, স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে।
আচ্ছা দাড়ান, আমাকে চেক করতে দিন। [Attendance খাতা পরীক্ষা করতে করতে বললেন] মনে হচ্ছে আপনার ছেলে আজ স্কুলে আসেনি।

রহিম: [অবাক ও হতাশ হয়ে] কি? এটা কি করে হতে পারে । কিন্তু আজ সকালে তাকে স্কুলে পাঠিয়েছি! রহিম আরও উন্মত্ত হয়ে, আস্থির হয়ে – এর কি মানে হই, মোশাই। কেন স্কুল এ "automatic attendance” ব্যবস্থা নেই! তাতে আমার মতো বাবা-মায়েরা আমাদের সন্তানদের স্কুলে আসার মুহূর্তে SMS/Message এ জানতে পারবেন |

মাস্টার মশাই: [মাথা নেড়ে] আপনি একদম ঠিক বলছেন! আমাদের এই প্রযুক্তি আগেই প্রয়োগ করা উচিত ছিল। আমি অবিলম্বে এটি দেখে নিশ্চিত করব।

রহিম তাড়াহুড়ো করে চলে গেল।

মাস্টার মোশাই: শোনো পরশুরাম ( স্কুল এর কেরানি ), এখন সবার বাড়িতে মোবাইল; আমাদেরও লুঙ্গি, ধুতি ছেড়ে প্যান্ট শার্ট এ আস্তে হবে। তুমি এটার একটি বাবস্থা করো।

পরশুরাম: তাহলে কোন রঙ এর শার্ট বলব স্যার, দর্জিকে ?

মাস্টার মোশাই: মানে ! প্যান্ট শার্ট নই ! য়ুগের সাথে তাল মেলানোর কথা বলছি। রহিম যেটার বাবস্থা বললেন সেটার খোঁজ নাও - "automatic attendance system”। আর, একটু পরে, রহিমকে ফোন করে জেনে নিও, ছেলেটা কে পেল কিনা, নাহলে আমাকে ও লাইট নিয়ে খুঁজতে বেরোতে হবে, সন্ধ্যা যে হয়ে এল ।

Automatic Attendance

www.villtek.in | Contact: 7997560090